1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরবৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

  • পোস্ট হয়েছে : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রীডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ৫১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মিডল্যান্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং আমান ফিড লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ