1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সনি-স্মার্টের আকর্ষণীয় ‘ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন’ শুরু
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

সনি-স্মার্টের আকর্ষণীয় ‘ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন’ শুরু

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ শ্লোগানে চালু হল সনি-স্মার্টের আকর্ষণীয় ‘ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন’। এর আওতায় পণ্যভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি সাউন্ড সিস্টেম কিনে ক্রেতারা পাচ্ছেন প্রিমিয়াম জ্যাকেট। এক্সচেঞ্জ অফারের আওতায় পুরনো টেলিভিশন বা ল্যাপটপ বদলে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগও দিচ্ছে সনি-স্মার্ট।

সনি ব্রাভিয়া ও স্মার্ট গুগল টিভির সঙ্গে থাকছে চরকি, হইচই ও টি-স্পোর্টস-এ ৬ মাসের ফ্রি স্ট্রিমিং সাবস্ক্রিপশন সুবিধা। এছাড়াও স্মার্ট এয়ার মাউস, পাওয়ার ব্যাঙ্ক, বাংলা কারাওকে, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কাপল ডিনারসহ নিশ্চিত উপহার জেতার সুযোগতো থাকছেই। বছর শেষের বিশেষ এই বিক্রয় ক্যাম্পেইনের সুবিধা সারা দেশে দিচ্ছে সনি-স্মার্ট।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শোরুমে বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এসময় সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, এই ইয়ার এন্ড সেলে মডেল-ভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি সাউন্ড সিস্টেম-এর সাথে থাকছে অত্যন্ত আকর্ষণীয় শীতকালীন সনি প্রিমিয়াম জ্যাকেট; সনি ব্রাভিয়া টিভি ও স্মার্ট গুগল টিভির সাথে থাকছে চরকি, হইচই ও টি-স্পোর্টসের ৬ মাসের সম্পূর্ণ ফ্রি স্ট্রিমিং সাবস্ক্রিপশন; স্মার্ট এয়ার মাউস, পাওয়ার ব্যাঙ্ক, বাংলা কারাওকে, ৫ তারকা হোটেল – ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কাপল ডিনারসহ সনি-স্মার্ট-এর সকল পণ্যেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি কম্বো অফারে পণ্য ক্রয় ও বাহারি সব উপহার। এছাড়া ক্রেতারা এক্সচেঞ্জ অফারের আওতায় পাচ্ছেন পুরনো টেলিভিশন বা ল্যাপটপ বদলে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগ; তাছাড়া বিনাসুদে ইএমআই সুবিধা এবং জিপি স্টার ও নগদের ক্রেতারা ২৬% মূল্যছাড়ে বিশেষ অফারও উপভোগ করতে পারবেন। সনি ও স্মার্ট টিভি ক্রেতারা পাবেন স্মার্ট স্পোর্টস একাডেমিতে কারাতে ও ব্যাডমিন্টন কোর্সে ভর্তিতে ৫০% মূল্যছাড়। এছাড়াও প্রতিটি সনি ব্রাভিয়া ও স্মার্ট গুগল টিভি ক্রেতারা ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিনাসুদে ৬ মাসের ইএমআই সুবিধা পাবেন। এই যেমন মাত্র ৭,৮৭৫ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “বাংলাদেশে সনি পণ্যের জনপ্রিয়তা এবং গ্রাহক-আস্থার প্রতিশ্রুতি হিসেবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর (সনি-স্মার্ট) নিয়ে এসেছে এই বিশেষ ক্যাম্পেইন। এই আয়োজনে মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস-এর পাশাপাশি থাকছে বেশকিছু চমকপ্রদ উপহার। সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে জি-ফাইভ নীতির ভিত্তিতে নিজেদের সেবাকে আরও উন্নত করতে সনি-স্মার্ট প্রতিশ্রুতিবদ্ধ।”

সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, “সনি-স্মার্ট-এর ‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ ক্যাম্পেইনটি সম্মানিত ক্রেতাদের জন্য সনি-স্মার্ট-এর পণ্য ক্রয়ের সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় সুযোগ। আমাদের লক্ষ্য প্রতিটি ক্রেতার কাছে সনি-স্মার্টের মানসম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া, যা তাদের সন্তুষ্টি ও আস্থাকে আরও সদৃঢ় করবে।”

উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে। ২০২১ সালে সনির ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই সনি-স্মার্ট ক্রেতাদের মাঝে এক আস্থা ও বিশ্বস্ততার নাম। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনার রয়েছে। নিকট ভবিষ্যতে শোরুম সংখ্যা ৫০-এ পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ