1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
এক সপ্তাহেই শেয়ারবাজার থেকে ১১ হাজার কোটি টাকা গায়েব
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

এক সপ্তাহেই শেয়ারবাজার থেকে ১১ হাজার কোটি টাকা গায়েব

  • পোস্ট হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

অব্যাহত দরপতেনর কবলে পড়ে বিনিয়োগকারীদের নাকাল অবস্থা। আলোচ্য সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বা ১.৬৯ শতাংশ। একই সঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার লেনদেন। এছাড়া সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.৩৯ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৫.৪৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৩০.০২ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১.৯০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৩.৯২ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪০.০৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৬৪ কোটি ৬১ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২১১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬১০ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা বা ২৭.৪৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বা ১.৬৯ শতাংশ।স্টক ব্রোকারেজ

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.১০ পয়েন্ট বা ১.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৪.০০ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৫.১ পয়েন্ট বা ২.২৬ শতাংশ এবং সিএসআই সূচক ১৬.০৩ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৮৩.৮৩ পয়েন্টে এবং ৯২৫.৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৯৮৯ টাকার।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৫ লাখ ৮৯ হাজার ৩৪৩ টাকা বা ২.০৩ শতাংশ।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ