1. info.aniisur@gmail.com : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. info.saiiful@gmail.com : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সাবমেরিন ক্যাবলসের এজিএমে ৪০% লভ্যাংশ অনুমোদন
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সাবমেরিন ক্যাবলসের এজিএমে ৪০% লভ্যাংশ অনুমোদন

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৬ তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ৪০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছেন। বুধবার (২৭ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ড. মো: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পাসসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

বিএসসিপিএলসি সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জানে আলম, ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান, এফসিএ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ