1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বন্ড ইস্যুর মাধ্যমে আর্থ সংগ্রহ করবে ট্রাস্ট ব্যাংক
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

বন্ড ইস্যুর মাধ্যমে আর্থ সংগ্রহ করবে ট্রাস্ট ব্যাংক

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে ট্রাস্ট ব্যাংকের সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না।

টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ডের ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির রিটার্নের ধরণ হবে ভাসমান। রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে এর রিটার্নের হার নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ