1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ওষুধ খাতে ডিভিডেন্ড কমেছে যেসব কোম্পানির
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

ওষুধ খাতে ডিভিডেন্ড কমেছে যেসব কোম্পানির

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩৪টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ২৭টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৭টি কোম্পানির ডিভিডেন্ড আগের অর্থবছর থেকে কমেছে।

আগের অর্থবছর থেকে ডিভিডেন্ড বেশি দিয়েছে ১৫ কোম্পানি, ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে তিন কোম্পানির আর দুই কোম্পানি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলো হলো : এসিআই লিমিটেড, এসিআই ফর্মূলেশন, অ্যাডভেন্ট ফার্মা, এমবি ফার্মা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

এসিআই লিমিটেড : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ আর ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

এসিআই ফর্মূলেশন : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

অ্যাডভেন্ট ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

এমবি ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

সালভো কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

সিলকো ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

ওয়াটা কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কম দিয়েছে কোম্পানিটি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ