1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ব্লকে ৬ কোম্পানির বড় লেনদেন
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্লকে ৬ কোম্পানির বড় লেনদেন

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
Block_Market-

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংক এশিয়া, বেক্সিমকো, এক্সপ্রেস ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। এদিন ব্যাংকটির ৩ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকোর ১ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১০ লাখ ৯০ হাজার এবং ব্রাক ব্যাংক পিএলসির ৭৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ