বিদায়ী সপ্তাহে (০৬ -০৯ অক্টোবর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২০ খাতে। এর ফলে খাতগুলোর বিনিয়োগকারীদের লোকসানে আরও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতের শেয়ারে। এখাতের শেয়ারে দর কমেছে ২.৯০ শতাংশ।
এরপর দর কমেছে পাট খাতের শেয়ারে। এখাতের শেয়ারে দর কমেছে ২.৭০ শতাংশ।
সাপ্তাহিক ব্যবধানে দর কমার তৃতীয় খাত হলো সেবা ও আবাসন খাত। এখাতের শেয়ারে দর কমেছে ২.৬০ শতাংশ।
বিদায়ী সপ্তাহে লোকসান হওয়া অন্য ৭ খাতের মধ্যে- জীবন বিমায় ১.৮৮ শতাংশ, ব্যাংক খাতে ১.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৭০ শতাংশ, চামড়া খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.৪০ শতাংশ, বস্ত্র খাতে ০.১০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.১০ শতাংশ দর কমেছে।