1. info.aniisur@gmail.com : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. info.saiiful@gmail.com : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

  • পোস্ট হয়েছে : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

শেয়ারবাজারে অব্যাহত পতনের কারণে বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনেও দাবি জানান।

বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানান বিনিয়োগকারীরা।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, শেয়ারবাজারে সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে।

তিনি বলেন, শেয়ারবাজারকে অব্যাহত পতন থেকে রক্ষা করার জন্য এই মুহুর্তে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে সরবারের কাছে আমাদের বিনীত আবেদন দেশের দুই স্টক এক্সচেঞ্জকে বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করতে হবে।

তিনি আরো বলেন, অব্যাহত দর পতনে আমাদের (বিনিয়োগকারী) পিঠ দেয়াল পিঠ ঠেকে গেছে। আমাদের রক্ষা করার জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ