বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৪০টির দর বেড়েছে, ৩৪৯টির দর কমেছে, ৭টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৫.০৮ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের ২৩.৭৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২৩.৫৬ শতাংশ, বিবিএস ক্যাবলসের ২২.৮৬ শতাংশ, নাভানা ফার্মার ২২.৮৫ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৯১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২১.৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২১.০৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২০.৮৩ শতাংশ এবং ফু-ওয়াং ফুড লিমিটেডের ২০.৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।