1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
'আমাদের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা করছে'
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

‘আমাদের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা করছে’

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বব্যাংকের কাছে দেশের বাজেটে ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের বাজেটে ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এ বিষয়ে আরো আলোচনা করা হবে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কত পরিমাণ অর্থ সহায়তা দেবে তা নির্দিষ্ট হয়নি। তবে এ বছর একটি পরিমাণ বাজেট সহায়তা মিলবে। ঋণ পেতে বিশ্বব্যাংকের দেওয়া শর্তগুলো সহজ ও বাস্তবায়নযোগ্য বলেও উল্লখ করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তারা দেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তা করবে। আমরা যেটা বলেছি সেটা হলো আমাদের ফান্ডগুলোর জন্য সহায়তা দরকার। বিশেষ করে দ্রুত বাজেট সাপোর্টে দরকার। আমাদের উন্নয়ন প্রকল্পে তারা সহায়তা করছে। সর্বোপরি আমাদের অর্থনীতির সঙ্গে বিশ্ব ব্যাংকের অনেক বড় একটা সম্পর্ক রয়ছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের কাছে আমাদের টেকনিক্যাল ও আর্থিক সহায়তা দরকার। এছাড়া দেশের বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট উত্তোরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক সম্মত হয়েছে। তবে এবিষয়ে আরো আলোচনা হবে, সেটা হবে মূলত আমরা কীভাবে বাস্তবায়ন করব।

বিশ্বব্যাংক যে শর্ত দিয়ে সে বিষয়ে জানতে চাইলে ড. সালাহউদ্দিন বলেন, ঋণ পেতে বিশ্বব্যাংক কতগুলো অ্যাকশনের কথা বলেছে। তবে আমি বলেছি তারা যেসব শর্ত বা অ্যাকশনের কথা বলবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। তারা এমন কিছু দেবে না যেটা আমরা বাস্তবায়ন করতে পারব না। আমি স্পষ্ট বলেছি, আমাদের সংস্কারের জন্য এবং অর্থনীতির উন্নয়নের জন্য যেসব জিনিস বাস্তবায়নযোগ্য হয়, সেসব বিষয় দেখার জন্য।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ