1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
‘ব্যাংক খাত যেমনই থাক গ্রাহকের ক্ষতি হবে না’
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

‘ব্যাংক খাত যেমনই থাক গ্রাহকের ক্ষতি হবে না’

  • পোস্ট হয়েছে : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাংক খাতের অবস্থা যেমনই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়, তাহলে সাথে সাথে ওই ব্যাংকের ৯৫ শতাংশ আমানতকারীর টাকা ফেরত দেয়া হবে।

আজ রোববার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমানত বীমা স্কিমের আওতা দ্বিগুণ করার মাধ্যমে ব্যাংকের ৯৫ শতাংশ আমানতকারীকে সম্পূর্ণভাবে নিরাপদ করা হয়েছে।

ড. আহসান এইচ মনসুর জানান, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়, তাহলে সাথে সাথে ওই ব্যাংকের ৯৪.৪ শতাংশ আমানতকারীর টাকা ফেরত দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আমরা আমানত বীমা স্কিমের পরিমাণ ১ লাখ থেকে ২ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে গভর্নর বলেন, এর মাধ্যমে প্রায় ৯৫ শতাংশ আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর কোন দেশই ১০০ শতাংশ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না, আমরাও পারবো না। কিন্তু ছোট আমানতকারীরা ব্যাংক দেউলিয়া হলে সাথে সাথে টাকা ফেরত পাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে এবং কিছুটা কাজও হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় ব্যাংক একাউন্ট জব্দের বিষয়ে গভর্নর জানান, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করিনি, তবে কিছু ব্যক্তি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাত দিতে চাই না, কারণ এতে কর্মসংস্থান নষ্ট ও উৎপাদন ব্যাহত হবে।

এসময় ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে বলে আশ্বাস দেন তিনি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ