দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৪ বারে ৫ লাখ ৩২ হাজার ১১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আইডিএলসি ফিন্যান্স দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৪.৭৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফিন্যান্স, বে-লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ডেল্টা স্পিনার্স, আইপিডিসি ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।