1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বিএপিএলসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বিএপিএলসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • পোস্ট হয়েছে : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিস্টেড কোম্পানীজের (বিএপিএলসি) একটি প্রতিনিধিদল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এতে নেতৃত্বে দিয়েছেন প্রেসিডেন্ট রুপালী হক চৌধুরী। সাক্ষাতে কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান ও মোঃ সহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএপিএলসি’র প্রতিনিধিরা কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন যেগুলো তালিকাভুক্ত কোম্পানিসহ দেশের পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে সংশোধন ও শিথিল করা প্রয়োজন। তাছাড়া পুঁজিবাজার ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয় । তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ সংগঠন হিসেবে বিএপিএলসি পুজিবাজারের উন্নয়নে কমিশনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএপিএলসি’র নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সৈয়দ ফরহাদ আহমেদ, মো: কায়সার হামিদ, মোহাম্মেদ ইউনুস, জিয়াদ রহমান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মো: শরীফ হোসেন, মনির হোসেন, ও বিএপিএলসি’র মহাসচিব মো: আমজাদ হোসেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ