বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ এবং তৃতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের ৯ দশমিক ৭৭ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, ম্যারিকোর ৯ দশমিক ১৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৭ দশমিক ২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৭ দশমিক ২১ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৩৩ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ৬ শতাংশ শেয়ার দর কমেছে।