1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সাপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

সাপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
share top

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। শেষ সপ্তাহে কোম্পানিটির এক হাজার ১৫৬ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ১২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৮৩১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবিসি) লিমিটেড। কোম্পানিটির ২৫ লাখ ৬৯ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১১ কোটি ৫ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৩ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ