1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
গোপনে পর্ষদ সভা ডেকেও নাটকীয়ভাবে পরিবর্তন এনআরবিসি ব্যাংকের
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

গোপনে পর্ষদ সভা ডেকেও নাটকীয়ভাবে পরিবর্তন এনআরবিসি ব্যাংকের

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
Nrbc Bank

গোপনে পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেও তা আবার নাটকীয়ভাবে পরিবর্তন করেছে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ঋণ জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংক। প্রথমে সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার দুপুর দেড়টায় ব্যাংকের গুলশান শাখার বোর্ড রুমে এ বৈঠক ডাকা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে একই বৈঠক অনলাইনে (ভার্চুয়াল প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটাও হচ্ছেনা। পর্ষদ সভা ডাকার জন্য ন্যূনতম ৭২ ঘণ্টা সময় রাখতে হয়। আইন লঙ্গন করে ২৪ ঘণ্টার মধ্যে গোপনে পর্ষদ সভার জন্য পরিচালনা পর্ষদের সদস্যদের নোটিশ দেওয়া হয়। এ পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পারভেজ তমাল সরে দাঁড়িয়ে তার পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা ও ব্যাংকের বোর্ড সেক্রেটারি মোহাম্মদ আহসান হাবিব পরিচালনা পর্ষদের সদস্যদের ই-মেইল করে বৈঠকের তথ্য জানিয়েছেন। আহসান হাবিব হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে পদত্যাগ করে পলাতক আব্দুর রউফ তালুকদারের আপন ভগ্নিপতি। ব্যাংকের নিজস্ব নিয়ম-নীতির তোয়াক্কা না করে রউফ তালুকদারের প্রভাবে তিনি ব্যাংকটির বোর্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। কোনো ব্যাংকের পর্ষদ সচিব হতে ন্যূনতম কাজের যে অভিজ্ঞতা দরকার হয় এ ক্ষেত্রে তা মানা হয়নি।

এবিষয়ে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল অর্থসংবাদকে বলেন, আমি ছুটিতে আছি, আমি পর্ষদ সভা সম্পর্কে কিছুই জনিনা। সবসময় তো চেয়ারম্যানের বোর্ড মিটিং ডাকতে হয়না।

এদিকে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে অনেকের মতো এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াঁ আর্জু আত্মগোপনে চলে যান। এনআরবিসি ব্যাংকেরর ঋণ অনিয়ম, নিয়োগ বাণিজ্য, আলাদা কোম্পানি খুলে ব্যাংকের ব্যবসা বাগিয়ে নেওয়া, সৎ কর্মকর্তাদের মারধর করে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। মূলত পলাতক সাবেক গভর্নর রউফ তালুকদারের ভগ্নিপতি আহসান হাবিব সব ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যাংকের একাধিক পরিচালক অর্থসংবাদকে জানান, ব্যাংকের কোম্পানি সচিব ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভগ্নিপতি মেজর (অব.) আহসান হাবিব বৃহস্পতিবার বিকেলে ইমেইল করে পর্ষদ সভার নোটিশ দিয়েছেন। সভার নোটিশ দেওয়া হলেও কোনো এজেন্ডা জানানো হয়নি। তিনি শুনেছেন, এই বৈঠকে পারভেজ তমাল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে তার অনুগত কাউকে চেয়ারম্যান নিয়োগ দেবেন। একই সঙ্গে পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসতে পারে। এছাড়া ঋণসহ অন্যান্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ