বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩১টির দর বেড়েছে, ৩৫৭টির দর কমেছে, ৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১৪.৫২ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৪.০৫ শতাংশ, হাইডেবার্গ ম্যাটেরিয়ালসের ১৪.০৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৪.০২ শতাংশ, খান ব্রাদার্সের ১৩.৮৬ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.৮২ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৩.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৩.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৩.৬৩ শতাংশ এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ১৩.৫৬ শতাংশ শেয়ার দর কমেছে।