1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরপতনের শীর্ষে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

দরপতনের শীর্ষে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেড শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ