1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিদায়ী সপ্তাহের লেনদেনের শীর্ষে যে ১০ শেয়ার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহের লেনদেনের শীর্ষে যে ১০ শেয়ার

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে বিদায়ী সপ্তাহের রোববার (০৪ আগস্ট) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (০৪ জুন-০৮ আগস্ট) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমারের ২৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ২২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ১৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং রবি আজিয়াটার ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ