1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় ১৫টি কোম্পানি
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় ১৫টি কোম্পানি

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
IPO-

দেশের পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় ১৫টি কোম্পানি। কোম্পানিগুলো ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দিয়েছে।

কোম্পানিগুলো হলো, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি পেইন্টস, থ্রি এঙ্গেল মেরিন, মাস্টার ফিড এগ্রোটেক, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, অনিক ট্রিমস, কৃষিবিদ ফিড, সুব্রা সিস্টেমস, একমি পেস্টিসাইড, বেকা গার্মেন্টস অ্যান্ড ট্রেক্সটাইল ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এবং স্মলক্যাপ প্লাটফর্মের কৃষিবিদ সিড ও নাইলকো অ্যালয়স।

কোম্পানিগুলোর মধ্যে ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায় সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৯ কোটি ৩৬ লাখ টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ২০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায় বিডি পেইন্টস। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সিএপিএম অ্যাডভাইজরি, ইবিএল ইনভেস্টমেন্টস ও মাইডাস ইনভেস্টমেন্ট।

থ্রি এঙ্গেল মেরিন ৩২ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বাংকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট।

মাস্টার ফিড এগ্রোটেক ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট ও এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ১৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট ও বিএলআই ক্যাপিটাল।

অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্ট এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

অনিক ট্রিমস ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল, সিএপিএম অ্যাডভাইজরি ও রূপালী ইনভেস্টমেন্ট।

কৃষিবিদ ফিড ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল।

সুব্রা সিস্টেমস ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল।

একমি পেস্টিসাইড ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট।

বেকা গার্মেন্টস অ্যান্ড ট্রেক্সটাইল ৩৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

অন্যদিকে, বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট।

এছাড়া স্মলক্যাপ প্লাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজার থেকে কৃষিবিদ সিড ১৮ কোটি টাকা এবং নাইলকো অ্যালয়স ৭ কোটি ৫০ লাখ টাকার মূলধন সংগ্রহ করতে চায়।

এই হিসেবে এই ১৫টি কোম্পানি পুঁজিবাজার থেকে ৪৯৬ কোটি ৮৬ লাখ টাকার মূলধন সংগ্রহ করার অপেক্ষায় রয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল রিকুইজিট, মাস্টার ফিড এগ্রোটেক, বেকা গার্মেন্টস অ্যান্ড ট্রেক্সটাইল ও থ্রি অ্যাঙ্গেল মেরিন পুনরায় আবেদন করেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ