1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
এনভয় টেক্সটাইলসের সম্পদ পুনর্মূল্যায়ন
রবিবার, ৩০ জুন ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

এনভয় টেক্সটাইলসের সম্পদ পুনর্মূল্যায়ন

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নে জমি ব্যতিত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে প্রায় ২শ কোটি টাকা। আজ বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৪তম বৈঠকে পুনর্মূল্যায়ন প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি প্রফেশনাল ভ্যালুয়ার কোম্পানির মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে-প্রোপার্টি এবং প্ল্যান্ট ও ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের মূল্য ছিল ১ হাজার ৫৭ কোট ৫২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদ মূল্য বেড়েছে ১৮৯ কোটি ৫১ লাখ টাকা।

সম্পদ মূল্য বৃদ্ধির বিষয়টি আগামী ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হবে।

এর আগে গত ২৮ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে কোম্পানির বৈঠকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি ভ্যালুয়ার কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ