1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে শেয়ারবাজার বাঁচানোর অনুরোধ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে শেয়ারবাজার বাঁচানোর অনুরোধ

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৪ জুন, ২০২৪

এবার জাতীয় সংসদে দেশের শেয়ারবাজারকে বাঁচানোর জন্য একজন সংসদ সদস্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন, কিছু পরিচিত মুখ শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটিকে খুবই সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজারকে বাঁচানোর জন্য তিনি অনুরোধ করেছেন।

জাতীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ারবাজার। তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন। বাজারটিতে কিছু ব্যক্তিবিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্ররা টিকতে পারেনি। ওইসব ব্যক্তিবিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। যারা শেয়ারবাজারকে ধংস করে দিয়েছে।

স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, শেয়ারবাজারকে ধংস করেছে যারা, তারা পরিচিত মুখ। এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে শেয়ারবাজার নিয়ে ভাবতে হবে। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীকে শেয়ারবাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তিনি। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ