1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
মূলধন বাড়ানোর সম্মতি পেল সাকিব-হিরুর আল-আমিন ক্যামিকেল
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

মূলধন বাড়ানোর সম্মতি পেল সাকিব-হিরুর আল-আমিন ক্যামিকেল

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

শেয়ারবাজারে ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যের আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটিকে ২৫ কোটি টাকার মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।

বর্তমানে আল-আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধির পর এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে।

২০২২ সালে ওটিসি মার্কেটের দুর্দশাগ্রস্ত কোম্পানি আল-আমিন কেমিক্যালের মালিকানা কিনে নেন ক্রিকেটার সাকিব-আল হাসান ও শেয়ারবাজারের আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনে নেন তারা।

আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসইর তথ্যানুসারে বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ শেয়ার রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছে। ওটিসিতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকায় লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানটি এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির আবেনদ করেছিল। কিন্তু অনিয়ম এবং বিএসইসির সম্মতি না থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির আবেদন বাতিল করেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ