বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ২.৫৭ শতাংশ বা ০.২৫ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইর পিই রেশিও ৯.৪৬ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্ট।
আলোচ্য সপ্তাহে খাতভিত্তিক পিই রেশিও হলো- ব্যাংক খাতে ৬.১ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.২, সিরামিকস খাতে ৭৩.৬, প্রকৌশল খাতে ১৪.১, আর্থিক খাতে ৩২.৩, খাদ্য খাতে ১৩.৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৩, সাধারণ বিমা খাতে ১৩.২, আইটি খাতে ১৬.৭, পাট খাতে ১৪.৪, বিবিধ খাতে ৩৩.৩, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১১৩.১, কাগজ খাতে ১৭.৬, ওষুধ খাতে ১৩, সেবা-আবাসন খাতে ১৬.২, ট্যানারি খাতে ২৩.৭, ভ্রমণ ও অবকাশ খাতে ১৬.৩, টেলিকমিউনিকেশন খাতে ৭.২ ও বস্ত্র খাতে ১৮.১ পয়েন্ট।
আগের সপ্তাহে (০২-০৬ জুন) খাত ভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.২, সিমেন্ট খাতে ৯.৪, সিরামিকস খাতে ৭৮.৩, প্রকৌশল খাতে ১৪.৮, আর্থিক খাতে ৩৪.৫, খাদ্য খাতে ১৩.৮, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৬, সাধারণ বিমা খাতে ১৩.৫, আইটি খাতে ১৭.৬, পাট খাতে ১৬.২, বিবিধ খাতে ৩৩.১, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১১৮.৩, কাগজ খাতে ১৯.২, ওষুধ খাতে ১৩.২, সেবা-আবাসন খাতে ১৭.১, ট্যানারি খাতে ২৪.১, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.১, টেলিকমিউনিকেশন খাতে ৭.৪ এবং বস্ত্র খাতে ১৮.৯ পয়েন্ট।