1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরপতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

  • পোস্ট হয়েছে : বুধবার, ১২ জুন, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ৬৬টির দর কমেছে। এর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ বুধবার (১২ জুন) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর কমেছে ২ দশমিক ৯৯৪ শতাংশ। পাশাপাশি ২ দশমিক ৯৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, সোনালী আঁশ, খান ব্রাদার্স, ফার ইস্ট ফাইন্যান্স এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ