1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বাটা’র এজিএমের তারিখ পরিবর্তন
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

বাটা’র এজিএমের তারিখ পরিবর্তন

  • পোস্ট হয়েছে : রবিবার, ৯ জুন, ২০২৪

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড তাদের ৫২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আএগর ঘোষণা অনুসারে, আগামী ১৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বাটা সুয়ের পরিচালনা পর্ষদের সভায় ১৬ জুলাই এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে তাদেরকে এজিএমের তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে নতুন সময়সূচিতেও ডিজিটাল প্ল্যাটফরমেই এ এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া আগে ঘোষিত রেকর্ড তারিখও (১৬ মে) অপরিবর্তিত থাকবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ