1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৭ জুন, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের ১৪ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ১৭ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা, ফরচুন সুজের ১০ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা এবং ইজেনারেশন লিমিটেডের ১০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ