1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পতন বাজারে বিনিয়োগকারীদের ২১ হাজার কোটি টাকা উধাও
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

পতন বাজারে বিনিয়োগকারীদের ২১ হাজার কোটি টাকা উধাও

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
stock markrt lose

চলতি সপ্তাহের দেশের পুঁজিবাজারে পর পর দুদিন বড় ধরনের পতন হয়েছে । আর এই দুদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক খোয়া গেছে ২৭১ পয়েন্ট। আর এই ২ দিনে বিনিয়োগকারীরা হারিয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি টাকা। গত দুই কার্যদিবসের লেনদেন শেষে সোমবার ৪ লাখ ৫৮ হাজার ৩৯৫ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ দুই দিনে ডিএসইর ২০ হাজার ৯০৯ কোটি টাকা বা ৪.৩৬ শতাংশ বাজার মূলধন খোয়া গেছে।

সোমবার পর্যন্ত দুদিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স যথাক্রমে ১৪৩ পয়েন্ট বা আড়াই শতাংশ এবং ১২৮.৩২ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমে ৫ হাজার ৩৭৬.৪৫ পয়েন্টে নেমেছে।

পুঁজিবাজার বিশ্লেষক পোর্টাল লংকাবাংলার হিসেবে, সোমবারের সূচক কমানোর পেছনে সবচেয়ে বেশি অবদান রাখা তিনটি কোম্পানির প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, তারপরই বেক্সিমকোর ফার্মা ও বেক্সিমকো। তার আগের দিন রোববারের পতনেও এই তিন কোম্পানির অবদান ছিল বেশি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ