শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২০টি কোম্পানি। এরমধ্যে সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়েছে ৯টি কোম্পানির। একই সময়ে সম্পদ মূল্য কমেছে ১১টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া ৯টি কোম্পানি হলো- এএমসিএল প্রাণ, বিডি থাই ফুড, বিচ হ্যাচারি, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, তাওফিকা ফুডস (লাভেলো আইসক্রীম), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
এএমসিএল প্রাণ
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৩৭ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৮৮ টাকা ৫৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ১ টাকা ৭৮ পয়সা।
বিডি থাই ফুড
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬১ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ১৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৪৭ পয়সা।
বিচ হ্যাচারি
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ১ টাকা ৯২ পয়সা।
ফাইন ফুডস
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৯ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৪৪ পয়সা।
জেমিনি সি ফুড
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৫ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৫০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৭ টাকা ৪৫ পয়সা।
তাওফিকা ফুডস
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২৭ পয়সা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৪৯ টাকা ৬২ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২ টাকা ৩৮ পয়সা।
রংপুর ডেইরি
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮০ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৬ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৮০ পয়সা।
ইউনিলিভার কনজ্যুমার
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০৭ টাকা ৪৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ১৪ টাকা ৭৭ পয়সা।