সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৩ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স, আলিফ ইন্ডাষ্ট্রিজ, লাভেলো আইসক্রিম, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ এবং বিএসআরএম লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসির। এদিন ব্যাংকটির ১০ কোটি ৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ কোটি ৯১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজের। আজ কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ২ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ৬৮ হাজার টাকার এবং বিএসআরআমে লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।