1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
৫ মাসে সেবা পেতে বিডায় ১২ হাজার ৪৭৯ আবেদন
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

৫ মাসে সেবা পেতে বিডায় ১২ হাজার ৪৭৯ আবেদন

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৭ মে, ২০২৪

বিনিয়োগ সংক্রান্ত সেবা পেতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ৫ মাসে ১২ হাজার ৪৭৯টি আবেদন করেছেন দেশি বিদেশী বিনিয়োগকারীরা। যার মধ্যে ৯৫ শতাংশ অর্থ্যাৎ ১২ হাজার ১০২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে৷

২০১৯ সাল থেকে বিডার ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস এ ১ লাখ ৪৪ হাজার ৬০৪টি আবেদন করেছেন বিনিয়োগকারীরা। যার মধ্যে ৯৮ দশমিক ৭ শতাংশ নিষ্পত্তি করেছে করেছে সংস্থাটি। বিডা সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরণের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বিজনেস অটোমেশন লিমিটেডের এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিডা। এরই ধারাবাহিকতায় বিডা ২০১৯ সালের ফ্রেরুয়ারিতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে। ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার ১৫০টির ও বেশি সেবা প্রদান করা সম্ভব।

জানা গেছে, বিডা এ পর্যন্ত ৪৮ টি সংস্থার সঙ্গে সমঝতা স্মারক স্বাক্ষর করেছে। যার মধ্যে ৪১ সংস্থার ১০১ সেবা বিডা ওএসএস এ যুক্ত হয়েছে। বিডার নিজস্ব ২৩ ও অন্যান্য প্রতিষ্ঠানের ১০১ টি সেবাসহ বিডা বর্তমানে ১২৪টি সেবা দিয়ে আসছে।

৪১ সংস্থার মধ্য ৩০টি সংস্থার সব সেবা এরইমধ্যে বিডা ওএসএস এ যুক্ত হয়েছে, বাকি ১১ টি সংস্থার ২২ টি সেবা দ্রুতই বিডা ওএসএস এ যুক্ত হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরকারী ৪৮ সংস্থার মধ্যে ৭ সংস্থার কোন সেবাই এখনো বিডা ওএসএস এ যুক্ত হয়নি, এখানে ২০টি বিনিয়োগ সেবা যুক্ত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বিনিয়োগকারীরা ৪১টি সংস্থার পরিবর্তে শুধুমাত্র বিডা ওএসএস পোর্টাল ব্যবহার করে ১২৪টি সেবার জন্য আবেদন করতে পারেন। বিশ্বের যেকোন প্রান্ত থেকে অনলাইনে আবেদন দাখিল, দলিলাদি আপলোড, ফি জমা দেওয়া এবং অনুমোদনপত্র গ্রহণ করতে পারেন। এছাড়া বিডার ওএসএস পোর্টাল থেকে সেবা গ্রহণ করা হলে, পোর্টালে একবার দাখিলকৃত তথ্য ও দলিল পুনরায় আপলোড করার প্রয়োজন হয় না। বিডা ওএসএস এর মাধ্যমে প্রদত্ত লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র পোর্টালে সংরক্ষিত থাকায় এক্ষেত্রে জাল করার সুযোগ নেই।

জানতে চাইলে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ভিয়েতনাম ২৯ দিনে, ইন্দোনেশিয়া ৪৮ দিনে এবং ৬০ দিনে বিনিয়োগ সংক্রান্ত সেবা গুলো প্রদান করে, বর্তমানে বিডা ওএসএস এর মাধ্যমে ১২৪ সেবা প্রদান করছি। আশা করি আগামী দুই তিন মাসের মধ্য বিনিয়োগের সব সেবা বিডা ওএসএস এ যুক্ত করতে পারবো।

আর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান বলেন দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ সেবা বিলম্ব করার কোন সুযোগ নেই, তাই বিনিয়োগ সংক্রান্ত সব সেবাকে দ্রুতই বিডা ওএসএস যুক্ত হতে হবে। যাতে বিনিয়োগকারীদের সেবা গ্রহণের জন্য অন্য কোন অফিস বা দপ্তরে যেতে না হয়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ