1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরপতনের শীর্ষে বে লিজিং
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

দরপতনের শীর্ষে বে লিজিং

  • পোস্ট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩০১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ মে) বে লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৭ শতাংশ কমেছে। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৯৫ শতাংশ।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হামি ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইটি কনসালটেন্টস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ