1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পতন ঠেকানোর চেষ্টায় ১০ কোম্পানি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

পতন ঠেকানোর চেষ্টায় ১০ কোম্পানি

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

আজ ১৪ মে দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ এই দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ১০ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, ইস্টার্ন ব্যাংক, ইউনিলিভার কনজুমার কেয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এডিএন টেলিকম, ম্যারিকো, আরামিট এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আজ এই ১০ কোম্পানির সূচকে যোগ করেছে ৯.৩৫ পয়েন্ট। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে খান ব্রাদার্সের। আজ ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটি ৪.৩২ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটি সূচকে ১.৬৪ পয়েন্ট যোগ করেছে। ১.৩৪ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিলিভার কনজুমার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যার ০.৫৯ পয়েন্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ০.৫৩ পয়েন্ট, এসকে ট্রিমস ০.৩২ পয়েন্ট, এডিএন টেলিকম ০.২৩ পয়েন্ট, ম্যারিকো ০.১৬ পয়েন্ট, আরামিট ০.১৪ পয়েন্ট এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স ০.০৮ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ