1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সর্বোচ্চ মুনাফা পেলেন‘বি’ ক্যাটাগরির ১০ কোম্পানির বিনিয়োগকারীরা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বোচ্চ মুনাফা পেলেন‘বি’ ক্যাটাগরির ১০ কোম্পানির বিনিয়োগকারীরা

  • পোস্ট হয়েছে : শনিবার, ১১ মে, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘বি’ ক্যাটাগরির ১০ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ১৩ শতাংশ থেকে পৌনে ২৭ শতাংশ। স্টক নাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, গ্লোবাল হেভি কেমিক্যাল, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, আলহাজ্ব টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়ার এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে জিকিউ বলপেন। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১২ টাকা ৪০ পয়সা এবং সপ্তাহের শেষে ক্লোজিং দর ছিল ১৪৩ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১ টাকা ১০ পয়সা বা ২৬.৬৭ শতাংশ।

বিনিয়োগকারীরা এরপর বেশি মুনাফা দিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের উদ্বোধনী দর ছিল ২২ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ১৯.৮২ শতাংশ।

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মুনাফা দেওয়ার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে তশরিফা ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের প্রথমে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ১৮.৪১ শতাংশ।

একইভাবে সপ্তাহের ব্যবধানে মুনাফা দিয়েছে ইন্দো-বাংলা ফার্মা ১৭.২৯ শতাংশ, মুন্নু ফেব্রিক্স ১৫.৩৮ শতাংশ, গোল্ডেন সন ১৫.২৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১৫.২২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল ১৪.২৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ার ১৩.১৩ শতাংশ এবং আইসিবি ১৩.০৯ শতাংশ।

কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীরা শেয়ারগুলো থেকে উল্লেখিত পরিমাণ মুনাফা পেয়েছেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ