1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পদ্মা ব্যাংকের এমডিকে আদালতের শোকজ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

পদ্মা ব্যাংকের এমডিকে আদালতের শোকজ

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৩ মে, ২০২৪

ইচ্ছাকৃত খেলাপির পক্ষে জামিন ও বাজেয়াপ্ত সম্পত্তি ছেড়ে দেওয়ার আবেদন করায় পদ্মা ব্যাংকের এমডিকে শোকজ করেছেন চট্টগ্রামের আর্থিক ঋণ আদালত।

বৃহস্পতিবার (০২ মে) অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৮৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় পদ্মা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার গ্রাহক জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জসিম উদ্দিনকে গত ৩০ এপ্রিল ৫ মাসের দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অর্থঋণ আদালত।

অর্থঋণ আদালত আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী ৮৮ কোটি টাকার ২৫ শতাংশ অর্থাৎ ২২ কোটি টাকা পরিশোধ না করায় এবং তারিখবিহীন চেক গ্রহণযোগ্য না হওয়ায় পদ্মা ব্যাংক এবং জসিম উদ্দিনের দাখিল করা যৌথ দরখাস্ত নামঞ্জুর করেন আদালত।

প্রধান কার্যালয়ের টেলিফোনিক নির্দেশে একজন ইচ্ছাকৃত ঋণখেলাপিকে আইনের শর্ত পূরণ ছাড়াই জামিনের এবং সম্পত্তি অবমুক্ত করার আবেদন করায় পদ্মা ব্যাংক লিমিটেডের এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর কেন আদেশ পাঠানো হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ৯ মে এমডিকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ