1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিএসইসির চেয়াম্যানকে ডিবিএ’র শুভেচ্ছা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

বিএসইসির চেয়াম্যানকে ডিবিএ’র শুভেচ্ছা

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের প্রতিনিধি দল বিএসইসি’র
চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সময় সাইফুল ইসলাম বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে দেশের শেয়ারবাজার সামনের দিনগুলোতে
এগিয়ে যাবে।

প্রতিনিধি দলের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, পরিচালক দস্তগীর মো. আদিল, সুমন দাস, মো. শাহেদ ইমরান, আর. ওয়াই. শমসের, মো. রাফিউজ্জামান বোখারীসহ এসোসিয়েশনের সেক্রেটারী দিদারুল গনী ও ম্যানেজার (একাউন্টস) পঙ্কজ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারের স্বার্থে বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি ডিবিএর সমর্থন সবসময় অব্যাহত থাকবে বলেও জানান সাইফুল ইসলাম।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ