দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) এমআই সিমেন্ট ফ্যাক্টরির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা।
হিসাববছরের প্রথমার্ধে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১১ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে তা মাইনাস ৯ টাকা ৯৯য়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৪৭ টাকা ৫৭ পয়সা।