1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে ডিএসই’র সঙ্গে বিএসইসি’র বৈঠক
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে ডিএসই’র সঙ্গে বিএসইসি’র বৈঠক

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৈঠকে শেয়ারবাজারের বর্তমান সংকট ও বাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের একজন সদস্য ব্যতিত বাকি ১২জন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ বিএসইসি’র কার্যালয়ে ডিএসইর পর্ষদের সদস্যদের সঙ্গে এই বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে বিএসইসি’র কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থিতিশীল শেয়ারবাজার রাখতে ডিএসইর পর্ষদকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে বিএসইসি চেয়ারম্যান অনুরোধ করেন। এই সময় ডিএসইর পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিএসইসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এক পর্যায়ে ডিএসইর পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

সম্প্রতি শেয়ারের সর্বনিম্ন ৩ শতাংশ দর কমার যে সীমা নির্ধারণ করে দিয়েছে বিএসইসি তা স্থগিত করতে অনুরোধ করা হয়। বিএসইসি’র পক্ষ থেকে বলা হয় দেশের শেয়ারবাজারের স্বার্থে বিভিন্ন সময় নিয়ন্ত্রক সংস্থা অনেক বিষয়েই হস্তক্ষেপ করে। যদিও এটি ডিএসইর কাজ। বাজার স্থিতিশীল রাখতে ডিএসইকে কমিশন থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে বৈঠকে আশ্বস্ত করা হয়।।

এই বিষেয়ে ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু সংবাদ মাধ্যমকে বলেন, বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর পর্ষদের যে বৈঠক হয়েছে তা খুবই ফলপ্রসূ। বর্তমান বাজার পরিস্থিতি ও বাজারের এই খারাপ সময় কিভাবে দ্রুত কাটিয়ে উঠা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ডিএসইকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা শিগগিরই ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে বসবো।

তিনি বলেন, শেয়ারবাজারে ভালো আইপিও আসলে মার্কেটের অবস্থা ভালো হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তাই কিভাবে ভালো আইপিও আনতে পারি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বড় বড় যেসব কোম্পানি ও গ্রীন ফ্যাক্টরি এখনো শেয়ারবাজারে আসেনি সেসব কোম্পানিগুলোকে কিভাবে আমরা আনতে পারি, তা নিয়ে পরিকল্পনা করার বিষয় আলোচনা হয়েছে।

বৈঠকে ডিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি’ রোজারিও, ওয়াং হাই এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ