সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারর (২৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৭৯টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এডিএন টেলিকম লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনে তুলনায় ১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ।
আর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের দর বেড়েছে ৭.৫০ শতাংশ, আফতাব অটোমোবাইল ৬.৮২ শতাংশ, রেনউইক যজেনশ্বর ৬.৭৪ শতাংশ, নাভানা সিএনজি ৬.১১ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৫.৯১ শতাংশ এবং অরিয়ন ইনফিউশন ৫.০২ শতাংশ।