দেশের দেশেরবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের কোম্পানি বেঙ্গল বিস্কুট লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৬ এপ্রিল নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১০১ টাকা ২০ পয়সা। আর গত ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১৪১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।