1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আজ দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

আজ দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ এপ্রিল) ডিএসইতে দেশবন্ধু পলিমারের আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৬৭ শতাংশ।

আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনূর কেমিক্যালস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্লোবাল হেভি কেমিক্যালস।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ