1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আমরা নেটওয়ার্কের রাইট সাবস্ক্রিপশন শেষ ১৮ এপ্রিল
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

আমরা নেটওয়ার্কের রাইট সাবস্ক্রিপশন শেষ ১৮ এপ্রিল

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন আগামী ১৮ এপ্রিল শেষ হচ্ছে। রাইট শেয়ারের অর্থ জমা দেয়া শুরু হয়েছিল ৭ মার্চ। স্টক এক্সেচেঞ্জ ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আমরা নেটওয়ার্ককে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটির রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে।

রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ