বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১৩১ কোটি ৯৪ লাখ টাকা শেয়ার। এরমধ্যে শীর্ষ ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮২ কোটি ৫২ লাখ টাকার বেশি। কোম্পানিগুলো হলো-আলিফ ইন্ডাষ্ট্রিজ, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, এমারেল্ড ওয়েল ও ফাইন ফুডস লিমিটেড। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহজুড়ে আলিফ ইন্ডাষ্ট্রিজের লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ টাকার, সাউথইস্ট ব্যাংকের ২৫ কোটি ১১ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ১৯ কোটি ৩৪ লাখ টাকার, এমারেল্ড ওয়েলের ১৩ কোটি ৬৯ লাখ টাকার ও ফাইন ফুডসের ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
এছাড়া, সিটি ইন্সুরেন্সের ৯ কোটি ৩৯ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৮ কোটি ৭১ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৮ কোটি ০৪ লাখ টাকার, ই-জেনারেশনের ৫ কোটি ১০ লাখ টাকার এবং ওরিয়ন ইনফিউশনের প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।