বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ- ০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৬৮টির দর কমেছে, ৩৯টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৬.৫১ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ১৫.৮৭ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ১৫.৪৪ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১২.৩৬ শতাংশ, গোল্ডেন সনের ১২.১৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরটরিজের ১০.৭৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০.১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৯.৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.২০ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৮.৮৬ শতাংশ শেয়ারদর কমেছে।