1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
ব্লকে ৩৪ কোম্পানির ৪৭ কোটি টাকার লেনদেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

ব্লকে ৩৪ কোম্পানির ৪৭ কোটি টাকার লেনদেন

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
block-market

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৭ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই ছয় কোম্পানির মধ্যে সোনালী পেপারের ১৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি ৯৪ লাখ ০৪ হাজার টাকা, ফাইন ফুডসের ৩ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার টাকা এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮৯ লাখ টাকা, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭৭ লাখ টাকা, ন্যাশনাল পলিমারের ৬৪ লাখ টাকা এবং সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের ৬৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ