1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
dse-logo

গেলো সপ্তাহের শুরুতে ব্যাপক পতনের পর শেষের দিকে সূচকের বড় উত্থান দিয়ে বিনিয়োগকারীদের কিছুটা আসার আলো দেখিয়েছিলো পুঁজিবাজার। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হলোনা। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ মার্চ) লেনদেন ভালো ভাবে শুরু করতে পারলেও, শেষটা পতন দিয়েই হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। মূল্যসূচক পতনের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনও। কমেছে ৩০৪ টি শেয়ার এবং ইউনিটের দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

ডিএসইতে আজ ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে ছিলো ৬১০ কোটি ০৮ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৫৪ পয়েন্ট পতনের পর ৫ হাজার ৯০১ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ০০৯৬ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৮৫ পয়েন্ট। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ০৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ