1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পতনের মাঝেও ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ারের বিনিয়োগকারীদের হাসি
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

পতনের মাঝেও ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ারের বিনিয়োগকারীদের হাসি

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
share-top-economicbd

বিদায়ী সপ্তাহের (১০-১৪ মার্চ) শেয়ারবাজারে বড় পতন হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৪৪ পয়েন্টের বেশি। বাজার মূলধন কমেছে প্রায় ৪৯ হাজার ২০০ কোটি টাকা। সূচকের এমন পতনের বাজারে শেয়ারবাজারে ‘এ’ গ্রুপের ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মুখে হাসির দেখা মিলেছে।

কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রীম, আরামিট লিমিটেড, অ্যাসোসিয়েট অক্সিজেন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়েছে ৪ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। স্টক নাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দাম বেড়েছে লাভেলো আইসক্রীমের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ১৪.৫০ শতাংশ।

একইভাবে আলোচ্য সপ্তাহান্তে আরামিট লিমিটেডের দাম বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা বা ১২.৯৭ শতাংশ, অ্যাসোসিয়েট অক্সিজেনের ২ টাকা ২০ পয়সা বা ৮.২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ টাকা ৭০ পয়সা বা ৫.১৮ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ টাকা ৫০ পয়সা বা প্রায় ৪ শতাংশ।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ