বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৪০১ কোম্পানির মধ্যে ৬৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে টপটেপ গেইনার বা সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া ১০ কোম্পানির তালিকায় ৭টিই শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ৩৩ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস.এস স্টিলের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ। আর ২১ দশমিক ৫২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইস-ক্রিম, ডমিনেস স্টিল, আরামিট সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।