গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ২৩ দশমিক শূন্য ১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৭ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১০ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার এ দর নেমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। এর আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।